দেশে অরাজক পরিবেশের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রতিবেদক, কুমিল্লা প্রতিদিন প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ /
দেশে অরাজক পরিবেশের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার শিক্ষার্থীরা। সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জোর দাবি জানায় বিভিন্ন স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী।

বুধবার (২৬ শে ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা পূবালী চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ধর্ষণ-ধর্ষক, ছিনতাইকারী ও লুটেরাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত পেস্টুন নিয়ে অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু ধর্ষককে গ্রেফতারে প্রশাসনের কোনো তৎপরতা এখনও পর্যন্ত নেই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে শিক্ষার্থীরা জানান, দেশে শান্তি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনের ডাক দেবে।