কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উদবাতুল বারী আবু। সাধারণ সম্পাদক হয়েছেন ইউসুফ মোল্লা টিপু। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজিউর রহমান রাজিব নির্বাচিত হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের আগস্ট মাস থেকে উদবাতুল বারী আবু এবং ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপি আহবায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। পুনরায় তারাই দলটির কুমিল্লা মহানগর ইউনিটের শীর্ষ পদ পেলেন।
প্রধান অতিথির বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন, ‘আবু- টিপুকে বলবো, কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। দলের উপর সাধারণ মানুষের আস্থা যেন বাড়ে সেজন্য দায়িত্ববান হতে হবে।’
কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে দুই হাজার ৭২৭ জন কাউন্সিলর, চার হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতাকর্মীর সম্মেলনে অংশ নিয়েছে।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস কুমিল্লা প্রতিদিনকে জানান, মহানগর বিএনপির কাউন্সিলে তিনটি পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক জনকে চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব।
প্রসঙ্গত, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রার পর ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩১ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে উদবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির প্রথম সম্মেলন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :